Life Gone Wrong Sometimes - Try Not To Laugh Funny Videos
Life Gone Wrong Sometimes - Try Not To Laugh Funny Videos
বাংলাদেশে ঢাকা ও চট্টগ্রামে হুট করে তিনটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা দেশে নানা ধরনের আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এসব ঘটনাকে 'নিছক দুর্ঘটনা' বলে মেনে নিতে রাজি নন
ঢাকায় বিমানবন্দরে ভয়াবহ আগুনের ঘটনার পর সরকারের বিবৃতিতেই 'নাশকতা', 'জনমনে আতঙ্ক' কিংবা 'বিভাজন সৃষ্টির' মতো শব্দগুলোর ব্যবহার অনেকের দৃষ্টি কেড়েছে।
বাংলাদেশের রাজনৈতিক সরকারগুলোর সময়ে সবসময়ই বড় কোনো ঘটনা ঘটলেই বিরোধী পক্ষকে হেনস্থা করতে সরকারের দিক থেকে এ ধরনের শব্দ ব্যবহারের চর্চা দীর্ঘকাল ধরে চলে আসছে
এমনকি এ ধরনের ঘটনার জের ধরে বিরোধীদের দমন পীড়নের উদাহরণও বাংলাদেশে আছে। আর এমন সংস্কৃতির কারণে বেশিরভাগ ঘটনার সত্যিকার কারণ কখনো উদঘাটিত হয়নি-এমন অভিযোগও পুরনো।
Comments
Post a Comment