শিক্ষার্থীদের আন্দোলনের পর গ্রেফতার বুয়েটছাত্র, ঠিক কী হয়েছিল?

 

শিক্ষার্থীদের আন্দোলনের পর গ্রেফতার বুয়েটছাত্র, ঠিক কী হয়েছিল?



ধর্মীয় অবমাননা ও নারী সহপাঠীকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাসের এক ছাত্রের বিরুদ্ধে মামলার পর ওই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।https://www.effectivegatecpm.com/d8qsjd80?key=37a6df2c47f917fdb24168a9efae3799

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ওই ছাত্রকে মঙ্গলবার সকালে হল থেকে ও রাতে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার সাময়িক বহিষ্কার করা হয়।

মঙ্গলবার রাতেই শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে বুয়েট প্রশাসনের মামলার পর ভোর রাত সাড়ে চারটায় বুয়েটের আহসান উল্লাহ হল থেকে শ্রীশান্ত রায়কে গ্রেফতার করা হয়।

আহসান উল্লাহ হলের প্রভোস্ট ড. মুহাম্মদ ফয়সাল বিবিসি বাংলাকে জানিয়েছেন, এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও আলাদাভাবে তদন্ত করা হচ্ছে। সেই তদন্তের পরই এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বুয়েটে তার সহপাঠী শিক্ষার্থীরা বিবিসি বাংলাকে জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ছদ্মনামে নারীদের নিয়ে নানা 'কুরুচিপূর্ণ' মন্তব্য করতেন মি. রায়, যে কারণে তারা এ নিয়ে আন্দোলন করেছেন ও বিচার চেয়েছেন।

Comments

Popular posts from this blog

বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলায় উদ্বেগ এনসিপির

শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অনশন শুরু