“বাবা কোনো শব্দ নয়, একটা অনুভব… যেটা বুঝা যায় তখনই, যখন তিনি পাশে থাকেন না।”

 “বাবা কোনো শব্দ নয়, একটা অনুভব… যেটা বুঝা যায় তখনই, যখন তিনি পাশে থাকেন না।”

🛠️ “যে মানুষটা নিজের স্বপ্নগুলোকে কোরবানি দিয়ে আমার স্বপ্ন পূরণ করেছিল, তাঁকেই তো ‘বাবা’ বলে ডাকি।”


 

 🛡️ “পৃথিবীর সব যুদ্ধ একদিকে আর বাবার ভালোবাসা একদিকে—কারণ বাবা হচ্ছেন সেই নায়ক, যিনি কোনোদিন ক্লান্ত হন না আমাদের জন্য লড়তে।”
❤️ একদিন যখন বুঝলাম বাবা আমার জন্য কত ত্যাগ করেছেন, তখন তাকে জড়িয়ে ধরার সুযোগটা আর পাইনি।
🌟 “বাবা এমন একজন, যিনি নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে আমাদের স্বপ্ন গড়ে তোলেন। তাঁর প্রতিটা নিঃশ্বাসেই থাকে সন্তানের ভবিষ্যতের জন্য চিন্তা।”


 

 👣 “যখন ছোট ছিলাম, বাবার কাঁধটাই ছিল পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। আজ বড় হয়েও বুঝি, সেই কাঁধের মতো শক্ত আশ্রয় আর কোথাও নেই।”


 

 

বাবার পুরনো জুতার ফাটা সেলাইটা আমার নতুন জামার দাম বলে দেয়। ❤️
🧡 বাবার ভালোবাসা বোঝা যায়, তবু বলা যায় না।
❤️ বাবা মানেই—নীরবে সব কষ্ট গিলে সন্তানদের মুখে হাসি ফোটানো মানুষ।
বাবা — নামটার মধ্যেই শান্তি লুকানো। ❤️


 

 “বাবা কখনো ধনী নাও হতে পারেন, কিন্তু তার ভালোবাসা আমাকে সবসময় রাজার মতো অনুভব করায়।”


 

 “বাবার একটি জড়িয়ে ধরা হাজারো কথার চেয়েও বেশি শক্তিশালী।”


 

 



Comments

Popular posts from this blog

বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলায় উদ্বেগ এনসিপির

শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অনশন শুরু