ক্যারিয়ারের ৬০তম হ্যাটট্রিক মেসির, শীর্ষে রোনালদো
- Get link
- X
- Other Apps
ক্যারিয়ারের ৬০তম হ্যাটট্রিক মেসির, শীর্ষে রোনালদো
ক্যারিয়ারের ৬০তম হ্যাটট্রিক মেসির, শীর্ষে রোনালদো
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা যেন শেষ হওয়ার নয়। এবার তাদের লড়াইয়ের মঞ্চ হয়ে উঠল ক্যারিয়ারের হ্যাটট্রিকের পরিসংখ্যান। ইন্টার মায়ামির জার্সিতে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে মেসি তার ক্যারিয়ারের ৬০তম হ্যাটট্রিকের মাইলফলক স্পর্শ করেছেন। তবে এই অর্জনের পরও তিনি চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর চেয়ে ৬টি হ্যাটট্রিকে পিছিয়ে রয়েছেন, যার ঝুলিতে রয়েছে ৬৬টি হ্যাটট্রিক।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নাশভিলের বিপক্ষে ইন্টার মায়ামির ৫-২ গোলের বড় জয়ের ম্যাচে এই কীর্তি গড়েন আর্জেন্টাইন মহাতারকা। গতকাল রোববারের এই ম্যাচে মেসির নৈপুণ্যে তার দল বড় জয় পায় এবং চলতি বছরে এটিই তার প্রথম হ্যাটট্রিক।
পরিসংখ্যান বলছে, রোনালদোর চেয়ে পিছিয়ে থাকলেও হ্যাটট্রিকের খাতা কিন্তু মেসিই আগে খুলেছিলেন। ২০০৭ সালে বার্সেলোনার হয়ে প্রথম হ্যাটট্রিক করেন তিনি, আর রোনালদোর প্রথম হ্যাটট্রিকটি আসে ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে।
দুজনের ধারাবাহিকতাও ঈর্ষণীয়। ২০১০ সাল থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত প্রতিটি বছরেই অন্তত একটি করে হ্যাটট্রিক করেছেন তারা। তবে হ্যাটট্রিক করার হারে রোনালদোর চেয়ে কিছুটা এগিয়ে মেসি। আর্জেন্টাইন এই তারকা গড়ে প্রতি ১৮.৮ ম্যাচে একটি হ্যাটট্রিক করেছেন, অন্যদিকে রোনালদোর লেগেছে গড়ে ১৯.৬ ম্যাচ।
জাতীয় দলের হয়ে দুজনেরই হ্যাটট্রিক সংখ্যা সমান ১০টি। এমনকি উয়েফা চ্যাম্পিয়নস লিগেও তারা সমানে সমান, দুজনেরই রয়েছে ৮টি করে হ্যাটট্রিক। মূল পার্থক্যটা গড়ে দিয়েছে ক্লাব ক্যারিয়ারের লিগ ম্যাচগুলো। ক্লাব ফুটবলে ঘরোয়া লিগে রোনালদোর হ্যাটট্রিক সংখ্যা ৪৫টি, যেখানে মেসির রয়েছে ৩৮টি। অন্যান্য কাপ টুর্নামেন্টে অবশ্য মেসি ৪টি ও রোনালদো ৩টি হ্যাটট্রিক করেছেন। এই পরিসংখ্যানই তাদের মধ্যকার ব্যবধান তৈরি করেছে।
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment