নামাজ একমাত্র পথ, যা আমাদের জীবনে আল্লাহর রহমত এনে দেয় কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ ঠিক থাকে, তবে তার সমস্ত আমল ঠিক থাকবে। আর যদি নামাজ নষ্ট হয়ে যায়, তবে তার সকল আমল নষ্ট হয়ে যাবে। -(সুনান আন-নাসায়ি: ৪৬৬) একজন সাহাবী নবীজি (সা.)-কে জিজ্ঞেস করলেন:- কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়?রাসুলুল্লাহ (সা.) বললেন:- নির্ধারিত সময়ে নামাজ আদায় করা। নিশ্চয়ই, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। -(সুনান আবু দাউদ: ৮৬৪) ফজরের নামাজ তোমার দিনকে বরকতময় করে, যোহর তোমার কাজে প্রশান্তি আনে, আসর তোমার হৃদয়কে প্রশান্ত রাখে, মাগরিব তোমার আত্মাকে আলোকিত করে, আর এশা তোমার ঘুমকে জান্নাতের মতো করে দেয়। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, সে আল্লাহর নিরাপত্তায় থাকে। -(সহিহ মুসলিম: ৬৫৭) যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তার জীবন থেকে কষ্ট ও দুশ্চিন্তা ধুয়ে যায়, যেমন নদীতে গোসল করলে ময়লা ধুয়ে যায়। -(সহিহ মুসলিম)